আয়াতুল কুরসির ফজিলত ও আমল । আয়াতুল কুরসির তাফসীর । রাসূল সাঃএর সাহাবার সাথে ঘটে যাওয়া একটি সত ঘটনা ।
আসসালামুয়ালাইকুম আমার সকল ভাই ও বোনেরা আজকে আপনাদের একটি ঘটনা বলব এবং এই ঘটনাটি আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহুর সাথে হয়েছিল। এটি একটি আশ্চর্যজনক ঘটনা ঘটনাটি সহীহ বুখারীর 2311 নাম্বার হাদিস রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহাকে রমজানের রাতের খাদ্য সামগ্রী পাহারা কজে নিয়জিত করলেন। হটাৎ এক চোর আনজা ভর্তি করে খাদ্যদ্রব্য নিতে লাগল। হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা তাঁকে দেখতে পেয়ে তাকে পাকড়াও করল এবং তাকে বললাম আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করব।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহুর সামনে এরকম অভিনয় করতে লাগল এবং সে বলল আমি খুব অভাবগ্রস্থ আমার জিম্মায় পরিবারের দায়িত্ব রয়েছে আমার ছোট ছোট সন্তান রয়েছে এবং আমাদের পরিবারের অভাব পূরণের জন্যই আমি এসব করেছি। আমরা জনি সাহাবা দের অত্যন্ত নরম ছিল তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে ছেড়ে দিলেন। তার পরের দিন সকালে নবী সালালাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে জিজ্ঞেস করলেন আবু হুরায়রার রাতের বন্ধী কে কি করলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন বললেন সে তার তীব্র অবাব কথা বলাই তার প্রতি আমার দয়া হয় তাই আমি তাকে ছেড়ে দিয়েছি।
তিনি বললেন সাবধান সে তোমার কাছে মিথ্যা কথা বলেছে এবং সে আবারও আসবে। তখন হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বুঝতে পারলে সে পুনরায় আসবে কাজেই হযরত আবু হোরায়রা আগে থেকে প্রস্থত হয়ে গেলেন এবং তিনি অপেক্ষায় থাকলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথামতো সে চোর আবারো যাকাতের খাদ্যসামগ্রী তার আনজালই ভর্তি করতে লাগে হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবার ধরে ফেলেন এবং বলেলেন আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবো। সে চোর আবারও বললো আমাকে ছেড়ে দিন কেননা আমি খুবই দরিদ্র আমার পরিবার-পরিজন ও দায়িত্ব ন্যস্ত আছে আমার উপর আমি আর আসবো না তার প্রতি আবার হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহুা দয়া হলো এবং তিনি তাকে আবারও ছেরে দিলেন। সকাল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম আবার জিজ্ঞেস করলেন আবু হোরায়রা তোমার রাতের বন্দির কি করলে। হযরত আবু হোরায়রা বললেন হে আল্লাহর রসূল সে তার পরিবার-পরিজন কথা বলাই আমার তার প্রতি আবার দয়া হয়। তাই আমি তাকে আবারও ছেড়ে দিই তিনি বললেন খবরদার তোমার কাছে সে মিথ্যা কথা বলেছে এবং সে আবারও আসবে। তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু তৃতীয়বার তার অপেক্ষায় রইলো। সে চোর আবারো আসলো এবং অঞ্জলি ভর্তি করে খাদ্যসামগ্রী নিতে লাগলো।
হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে পাকড়াও করলেন এবং বললেন এবার আর আমি তোমাকে আর ছাড়বো না আমি তোমাকে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবশ্যই নিয়ে যাব। এবার তুমি যাই বলো না কেনো তোমাকে আজ আমি আর ছাড়ছি না। এবার চোর তো বুঝতে পেরে গেলো যে তার আর রক্ষা নেই। তখন হযরত আবু হোরায়রা বললেন তুমি প্রত্যেকবার বলো যে আর আসবে না কিন্তু তুমি আবার আসো সে বলল আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন কিছু আমল শিখিয়ে দিবো যা তোমার দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে। আমার জানি সাহাবা গন সর্বদা কল্যাণের পথে লালায়িত ছিলেন। তখন সে চোর বললো তুমি ঘুমানোর পূবে আয়তাল কুরসি শেষ অংশ অবদ্ধি তেলোয়াত করবে তাহলে ভোর রাত পর্যন্ত একজন ফেরেশতাকে রক্ষক নিযুক্ত থাকবে যার ফলে শয়তান তোমার কাছে আসতে পারবে না।
পরদিন সকালে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন গত রাতে তোমার বন্দির কি করলে। আমি বললাম আল্লাহর রাসূল সে আমাকে বলল যে সে আমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিবে যা দিয়ে আল্লাহ আমাকে লাভবান করবেন। তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তিনি আমাকে বললেন এই বাক্য গুলো কি সে তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা বলেন সে আমাকে বলল যখন তুমি তোমার বিছানায় শুতে যাবে তখন আয়তাল কুরছি প্রথমত হতে শেষ পর্যন্ত পড়বে। আল্লাহর পক্ষ হতে প্তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং ভোর পর্যন্ত তোমার নিকট কোন শয়তান আসতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাটি তোমাকে সত্য বলেছে।
কিন্তু হুশিয়ার এই আবু হুরায়রা তুমি কী যানো এই তিন রাত তুমি যার সাথে কথা বলেছো সে কে ছিলো? সে ছিলো শয়তান।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ হাদীস থেকে আমরা জানতে পারি যে আয়তাল কুরসির ফজিলত কতটুকু।
এছাড়া অন্য এক হাদীসে বলা হয়েছে যে ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করবে তার জন্য মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না
তাই আল্লাহ যেন এই আমল টা আমদের সকল কে বেশি বেশি করার তোফিক দান করেন আমিন।
আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ।