Recent Posts

এসিন্টা ম্যাক্স সিরাপ ,এসিন্টা ম্যাক্স সিরাপ দাম কত এবং এর কাজ কি, Asynta Max syrup

এসিন্টা ম্যাক্স সিরাপ ,এসিন্টা ম্যাক্স সিরাপ দাম কত এবং এর কাজ কি, Asynta Max syrup


এসিন্টা ম্যাক্স সিরাপ দাম কতটাকা?

এসিন্টা ম্যাক্স সিরাপ এর খুরচা বিক্রয় মূল্য ২৩০ থেকে ২৫০ টাকা।

বাজারে আপনারা নানান ধরনের গ্যাস্ট্রিকের সিরাপ পেয়ে যাবেন তো আজকে আপনাদের সামনে এমন একটি গ্যাস্ট্রি এর সিরাপ এর  কতা বকবো যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল  হবে বলে আমি মনে  করি।

এসিন্টা ম্যাক্স সিরাপ কাজ কী?

এসিন্টা ম্যাক্স সিরাপ গ্যাস্ট্রিক জনিত সমস্যার জন্য এই সিরাপটি ডাক্তাররা সাজেস্ট করে থাকেন ।

সােডিয়াম এলজিনেট ইউএসপি, সােডিয়াম বাইকার্বনেট বিপি বিপি ও ক্যালসিয়াম কার্বনেট বিপি


উপাদানঃ

এসিন্টা" ম্যাক্স সাসপেনশনঃ প্রতি ১০ মি.লি. সাসপেনশন এ  রয়েছে সােডিয়াম এলজিনেট ইউএসপি ৫০০ মি.গ্রা., সােডিয়াম বাইকার্বনেট বিপি ২১৩ মি.গ্রা. ও ক্যালসিয়াম কার্বনেট বিপি ৩২৫ মি.গ্রা.। 


ফার্মাকোলজিঃ

এই ওষুধটির কার্যপদ্ধতি ভৌত এবং তা সিস্টেমিক সার্কুলেশনে শােষণের উপর নির্ভরশীল নয়। ওষুধটি একটি এলজিনেট ও দুটি এন্টাসিডের মিশ্রণ । (ক্যালসিয়াম কার্বনেট ও সােডিয়াম বাই কার্বনেট)। সেবনের পরে, ওষুধটি পাকস্থলীর এসিডের সাথে বিক্রিয়া করে এলজিনিক এসিডের নিস্ক্রিয় পিএইচ এর জেল গঠন করে ভেসে থাকে এবং র‍্যাফট পাকস্থলীর এসিড পকেটকে ঢেকে দেয়। ফলে ইসােফ্যাগাসের এসিডের সংস্পর্শে আসার হার হ্রাস পায়। পাকস্থলীর উপাদানের উপর ভেসে থেকে র‍্যাফট-টি গ্যাস্ট্রোইসােফ্যাজিয়াল রিফ্লাক্সকে ৪ ঘন্টা পর্যন্ত বাধা দেয়। পাশাপাশি এসিড, পেপসিন, বাইল এর। ক্ষতিকর প্রভাব থেকে ইসােফ্যাগাসকে রক্ষা করে। জটিল ক্ষেত্রে,  র‍্যাফট-টি ইসােফ্যাগাসে প্রবেশ করে এবং বেদনা উপশম করে। পাশাপাশি র‍্যাফট-টি বাইল ও পেপসিনকে আবদ্ধ করে ফেলে ইসােফ্যাগাসকে অধিক সুরক্ষা দেয়। ক্যালসিয়াম কার্বনেট অতিরিক্ত এসিড নিষ্ক্রিয় করে বদহজম ও বুক জ্বালাপােড়া থেকে দ্রুত স্বস্তি দেয়। সােডিয়াম বাইকার্বনেট থাকার কারনে এসিড নিষ্ক্রিয়করণ বৃদ্ধি পায়।

নির্দেশনাঃ

এসিড রিগারজিটেশান, বুক জ্বালাপােড়া, বদ হজম এবং অতিরিক্ত এসিডিটি। এসিড নিয়ন্ত্রণ চিকিৎসার সাথে অথবা বন্ধ করার সময়। গ্যাস্ট্রোইসােফ্যাজিয়াল রিফ্লাক্স এর চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে।



মাত্রা ও সেবন বিধিঃ

প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের উপরে ১০ থেকে ১২ মিলি (২ থেকে ৪ চামচ) খাওয়ার পরে ও রাতে ঘুমানোর পূর্বে, দৈনিক সর্বোচ্চ ৪বার।

১২ বছরের নিচে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।


বিশেষ জনগোষ্ঠীর ক্ষেত্রে ব্যবহারঃ

গর্ভাবস্থায় ২৮১ জন গর্ভবতী নারীকে নিয়ে করা গবেষণায় ওষুধটি ফিটাস বা নবজাতকের ওপর কোন ক্ষতিকরক প্রভাব ফেলেনি এই ওষুধ প্রয়োজনীয়তা সাপেক্ষে গর্ভাবস্থায় দেওয়া যেতে পারে।


মাতৃ দুগ্ধ প্রদান কালেঃ

মাতৃ দুগ্ধ প্রদান কালে এই ওষুধটি ব্যবহারে কোন প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি প্রয়োজন সাপেক্ষে এই ওষুধটি মাতৃ দুগ্ধ  প্রদানকালে সেবন করা যাবে।

বয়স্ক রোগীদের ক্ষেত্রেঃ

মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই।

যকৃতের অকার্যকারিতাঃ

মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই।

বক্ষীয় অকার্যকারিতাঃ

লবণযুক্ত খাদ্যের বিষয়ে কঠিন নিষেধাজ্ঞা থাকলে সর্তকতা অবলম্বন করতে হবে।


পার্শ্ব প্রতিক্রিয়াঃ

অত্যান্ত দুর্লভ (হার:১<১০,০০০): আ্যনাফাইলেকট্রিক বিক্রিয়া, আ্যনাফাইলেকটয়েড বিক্রিয়া, আটটিকারিয়া, ব্রম্কোম্পাজম।

প্রতিনির্দেশনাঃ

এই ওষুধের প্রদান উৎপাদন অথবা এর অন্য যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতায় এটি  প্রতি নির্দেশিত।


অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়াঃ

অন্য ওষুধের সাথে একত্রে সেবনের ক্ষেত্রে, বিশেষ করে এন্টি-হিস্টামিন, টেট্রাসাইক্লিন, ডিগােক্সিন, ফ্লোরােকুইনােলন, আয়রন লবণ, থাইরয়েড হরমােন, কিটোকোনাজল, নিউরােলেপটিক, থাইরক্সিন,পেনিসিলামাইন,বিটা-ব্লাকার,গ্লুকোকটিকয়েড, ক্লোরােকুইন, ডাইফসফোনেট, এবং স্ট্রামাস্টিন, ২টি ওষুধের মাঝে ২ ঘন্টার ব্যবধান রাখতে হবে।


সতর্কতা ও সাবধানতা।

ওষুধটির প্রতি ১০ মি.লি. এ রয়েছে ১২৭.৮৮ মি.গ্রা. সােডিয়াম যা ডব্লিউএইচও অনুমােদিত সােডিয়াম এর প্রাত্যহিক সর্বোচ্চ গ্রহণমাত্রার ৬.৪%। ওষুধটির প্রাত্যহিক সর্বোচ্চ মাত্রা ডব্লিউএইচও এর অনুমােদিত সােডিয়ামের প্রাত্যহিক সর্বোচ্চ গ্রহণমাত্রার ৫১.১৫%।। ওষুধটিতে সােডিয়ামের পরিমান লক্ষনীয়। যে সকল রােগীদের অল্প লবন খেতে পরামর্শ দেওয়া হয় (যেমন: কনজেষ্টিভ হার্ট ফেইলিয়র বা বৃক্কীয়। অকার্যকারিতা) তাদের ক্ষেত্রে এটি ব্যবহারে বিশেষ লক্ষ্য রাখতে হবে। প্রতি ২০ মি.লি. এ রয়েছে ২৬০ মি.গ্রা. (৬.৫ মি.লি. মােল) ক্যালসিয়াম। 

ফলে হাইপারক্যালসেমিয়া, নেফ্রোক্যালসিনােসিস ও ক্যালসিয়াম সমৃদ্ধ। রিকারেন্ট বৃক্কীয় ক্যালকুলি রােগীদের ক্ষেত্রে ব্যবহারে সতর্ক হতে হবে।


সংরক্ষণঃ আলাে থেকে দূরে, ৩০° সে, তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ। শিশুদের নাগালের বাইরে রাখুন।


সরবাহঃ এসিন্টা ম্যাক্স সাসপেনশন: প্রতিটি বােতলে রয়েছে ২০০ মি.লি. সাসপেনশন।



إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.