Gavisol গ্যাভিসল সিরাপ,গ্যাভিসল সিরাপ দাম, গ্যাভিসল সিরাপ কাজ কী
গ্যাভিসল সিরাপ দাম ২৪০ থেকে ২৫০ টাকা
গ্যাভিসল সিরাপ এটি একটি চিনি মুক্ত ওরাল সাসাপেনশন এটি মূলতো একটি গ্যাসের সিরাপ যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন এবং চিনি ছাড়া বা চিনি মুক্ত একটি ভালো গ্যাসের সিরাপ খুজতেছেন তারা এই গ্যাভিসল সিরাপ টি সেবন করতে পারেন।
গ্যাভিসল সিরাপ কাজ কী
আপনার যদি দীর্ঘদিন যাবত গ্যাস্টিকের সমস্যা হয়ে থেকে এবং আপনার লিভার জ্বালাপোড়া হতে থাকে তাহলে করতে পারেন।
গ্যাভিসল সিরাপ সােডিয়াম এলজিনেট সােডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম কার্বনেট।
উপাদানঃ
প্রতি ১০ মিলি সাসূপেনশনে রয়েছে সােডিয়াম। এলজিনেট বিপি ৫০০ মিগ্রা এবং আরও আছে। সােডিয়াম বাইকার্বনেট বিপি ২৬৭ মিগ্রা ও ক্যালসিয়াম কার্বনেট বিপি ১৬০ মিগ্রা।।
প্রতিবার সেবনের পূর্বে বােতল ভাল করে ঝাকিয়ে নিন।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্ত বয়ষ্ক ও ১২ বছরের অধিক শিশুদের ক্ষেত্রেঃ ১০-২০ মিলি করে দিনে সর্বোচ্চ চার বার, খাবার পর ও শােবার সময়। ৬-১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রেঃ ৫-১০ মিলি করে দিনে সর্বোচ্চ চার বার, খাবার পর ও শােবার সময়। ৬ বছর এর কম বয়সী শিশুদের ক্ষেত্রেঃ নির্দেশিত নয়।
সতর্কতাঃ • আলাে থেকে দুরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় | ও সেবনযােগ্য।
বিশেষ সতর্কতাঃ
আমার পোষ্টে দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ঔষধ সেবন করবেন না। আমি এই পোষ্টে করেছি আপনাদেরকে এই ঔষধ সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য। আমার অথবা বর্ণনা প্রেসক্রিপশন এর বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না। এর পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন কারণ চিকিৎসক রোগীর সকল দিক বিবেচনা করে ঔষধ নির্বাচন ও নির্ধারণ করে থাকেন।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়াঃ
এই ওষুধ ও অন্য ওষুধ গ্রহণের মাঝে ২ ঘন্টা ব্যবধান বিবেচনা করতে হবে। বিশেষ করে টেট্রাসাইক্লিন, ডিগােক্সিন, ফ্লরােকুইনােলােন, আয়রন সল্ট, কিটোকোনাজোল, নিউরােল্যাপ্টিক, থাইরয়েড হরমােন, পেনিসিলামাইন, বিটা ব্লকার (এটিনােলল, মেটোপ্রােলল, প্রপ্রানােলল), গ্লুকোকরটিকয়েড, ক্লোরােকুইন এবং বাইফসফোনেটস (ডাইফসফোনেটস) এবং এস্ট্রামাসটিন।
মাএাতিরিক্ততাঃ
অপরিমিত মাত্রা গ্রহণের ক্ষেত্রে ঔপসর্গিক চিকিৎসা দিতে হবে।