Sertakon Cream সারটাকন ক্রীম এর দাম কত এবং সারটাকন ক্রীম কী কাজে ব্যাবহার করা হয়।
সারটাকন ক্রীম এর দাম কত মাএ ২০০ টাকা
সারটাকন ক্রীম এর কাজ হলো মূলত চুলকানি খোস পারচা দাদ চুলকানি এর কাজে ব্যাবহার হয়ে থাকে।
সারটাকোনাজল নাইট্রেট বিপি ২% ।
বর্ণনা: ক্রীম সারটাকোনাজল নাইট্রেট দিয়ে তৈরি যেটা ইমিডাজোল শেণির একটি অ্যান্টি ফাংগাল ওষুধ।
কার্যপদ্ধতি:
সারটাকোনাজল একটি অ্যান্টিফাংগাল যেটি ইমিডাজোল শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি সাইটোক্রোম P 450) নিভরশাল আরগােস্টেরল সংশ্লেষণকে বাধা প্রদান করার মাধ্যমে কাজ করে থাকে। আরগােস্টেরল হচ্ছে ফানগাস-এর সেল মেমব্রেন-এর একটি অন্যতম প্রধান উপাদান। এই উপাদানের অভাবে কোষের সাইটোপ্লাজমের মূল উপাদান ছিদ্র পথে বেরিয়ে যাওয়ার মাধ্যমে ফানগাস-এর কোষের ক্ষতিসাধন হয়।
উপাদান:
প্রতি গ্রাম সারটাকন ক্রীমে আছে সাটাকোনাজল নাইট্রেট বিপি ২০ মিগ্রা।
নির্দেশনা:
সারটাকন ক্রীম ১২ বছর এবং তার উপরের বয়সে ইন্টার-ডিজিটাল টিনিয়া পেডিস ও অন্যান্য টপিক্যাল ফাংগাল ইনফেকশন-এ আক্রান্ত রােগীদের জন্য নির্দেশিত যা ট্রাইকোফাইটন রুবরাম, ট্রাইকোফা ইটন মেন্টাগ্রোফাইটস ও এপিডার্মাটোফাইটন ফ্লোকোসাম।
মাত্রা ও প্রয়ােগবিধি:
ইন্টার-ডিজিটাল টিনিয়া পেডিস-এর ক্ষেত্রে সারটাকন ক্রীম দিনে দুই বার করে ৪ সপ্তাহের জন্য ব্যবহার করতে হবে। আক্রান্ত পায়ে পর্যাপ্ত পরিমাণ সারটাকন ক্রীম লাগাতে হবে যেন তা আক্রান্ত পায়ের আঙ্গুলের মধ্যবর্তী স্থান এবং তার পার্শ্ববর্তী স্থান উভয় ত্বককে আবৃত করে। এটি চোখ, মুখ এবং যােনীপথে ব্যবহার করা যাবে না।
বিরুদ্ধ ব্যবহার
(যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না): যাদের সারটাকোনাজল নাইট্রেট অথবা এর কোন উপাদান অথবা ইমিডাজোল গ্রুপের কোন ওষুধের প্রতি জানা অথবা সন্দেহজনক সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে সারটাকোনাজল ক্রীম প্রতি নির্দেশিত।
পার্শ্বপ্রতিক্রিয়া:
গর্ভবতী ও স্তন্যদানকালে ব্যবহার:
গর্ভবতী মহিলাদের উপর সারটাকোনাজল ক্রীমের কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তার কোন পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। সারটাকোনাজল ক্রীম গর্ভবতী মহিলাদের তখনই দেওয়া যাবে যখন এর প্রয়ােজনীয়তা ঝুঁকির চেয়েও বেশি হবে। সারটাকোনাজল ক্রীম মাতৃদুগ্ধে নিঃশেষিত হয় কিনা তা জানা যায়নি। এক্ষেত্রে দেয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিত।
সতর্কতা:
সারটাকোনাজল ক্রীম শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য। যদি অস্বস্তি অনুভূত হয় তবে ব্যবহার বন্ধ করতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যাদের এজোল গ্রুপের অ্যান্টিফাংগাল ওষুধে সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:
সারটাকোনাজল ক্রীম এর সাথে অন্যান্য ওষুধের কোন প্রতিক্রিয়া আছে কিনা তা। পরীক্ষা করা হয়নি।
মাত্রাধিক্য:
সারটাকোনাজল ক্রীমের মাত্রাধিক্যতা নিয়ে কোন প্রতিবেদন নেই।
সংরক্ষণ;
শিশুদের নাগালের বাইরে রাখুন। আলাে থেকে দূরে, ২৫° সে. তাপমাত্রার নিচে ও শুষ্কস্থানে রাখুন।
সারটাকন ক্রীম: প্রতি কার্টনে একটি টিউবে আছে ২০ গ্রাম ক্রীম।