Recent Posts

Vinsina syrup,ভিনসিনা সিরাপ , ভিনসিনা সিরাপ দাম কত, ভিনসিনা সিরাপ কাজ কী

Vinsina syrup,ভিনসিনা সিরাপ , ভিনসিনা সিরাপ দাম কত, ভিনসিনা সিরাপ কাজ কী 

ভিনসিনা সিরাপ দাম ৪৫০ মিলি ১২০ থেকে ১৩৫ টাকা মাএ

ভিনসিনা সিরাপ  এটা মূলত কি জাতীয় সিরাপ তা আগপ আমাদের জানতে হবে।ভিনসিনা সিরাপ এটি মূলত একটি প্রাকৃতিক ভিটামিন সিরাপ। এবং এটি একটি ভিটামিন এ,ও সি, সমৃদ্ধ একটি ভিটামিন সিরাপ এটি নিয়মিত সেবন করলে শরীরের সাধারণ দুর্বলতা ও ক্ষুধামন্দ  মন্দ তা দূর হয়ে যাবে এবং নিউ সেই শরীরকে  সতেজ প্রফুল্ল করে তুলবে।

বিবরণঃ  

ভিনসিনা সবচেয়ে বহুল সবচেয়ে বহুল ব্যবহৃত ভিটামিন সাপ্লিমেন্ট এবং পাশাপাশি অ্যালকোহলমুক্ত হারবাল টনিক যার বায়ােএভেইলেবিলিটি বিশেষ ভাবে প্রমাণিত।ভিনসিনা স্নায়বিকদুর্বলতা, সাধারণ দুর্বলতা, ভিটামিন ‘এ’ ও ‘সি’এর অভাবজনিত উপসর্গ দূর করেরক্ত স্বল্পতা ইত্যাদি নিঃসন্দেহে। পরিবারের সকল সকল সদস্য সারা বছর ধরে টনিক হিসেবে এটি ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ হার্বস দিয়ে প্রস্তুত ।  বহু বছর ধরে ভিনসিনা স্নায়ু এবং পেশীর শক্তির যােগান ও উদ্দীপক হিসেবে ব্যবহৃত  হয়ে আসার পাশাপাশি মেধা বৃদ্ধিতে সহায়ক।

 উপাদান

ভিনসিনা সিরাপ এরপ্রতি ৫ মিলি ভিনসিনা সিরাপে আছে (জলীয় নিযাস আকারে।

পরিমাণ

 গাজর                                        ০.২০ গ্রাম। 

 আমলকী                                   ০.১০ গ্রাম।

 আগর                                        ০.০৫ গ্রাম

 বড় এলাচ                                   ০.০৫ গ্রাম

ধনিয়া                                           ০.০৫ গ্রাম

 মূথা                                             ০.০৫ গ্রাম। 

ছােট এলাচ                                  ০.০৫ গ্রাম। 

লবঙ্গ                                            ০.০৫ গ্রাম। 

জটামাংসী                                    ০.০৫ গ্রাম।

গন্ধশটি                                         ০.০৫ গ্রাম।

 দারচিনি                                        ০.০৫ গ্রাম 

গােলাপ ফুল                                   ০.০৫ গ্রাম

শ্বেত চন্দন                                     ০.০৫ গ্রাম। 

 তুলসী                                            ০.০৫ গ্রাম

শৈলজ                                             ০.০৫ গ্রাম 

 সূত্র: শরবত মিছালী, বা. জা. ই. ফ।

রােগ নির্দেশনা ঃ

 স্নায়বিক দুর্বলতা, সাধারণ দুর্বলতা, মানসিক অবসাদ, ভিটামিন ‘এ’ ও ‘সি’ এর অভাবজনিত উপসর্গ, পাকস্থলী ও লিভারের দুর্বলতা, রক্ত স্বল্পতা।

সেবন মাত্রা ও প্রাপ্ত বয়স্ক ঃ

 ২-৪ চা চামচ (১০-২০ মিলি) দিনে ২-৩ বার।

অপ্রাপ্ত বয়স্ক ঃ

১-২ চা চামচ (৫-১০ মিলি) করে দিনে ২-৩ বার । অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। 

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ঃ

 গর্ভবতীদের জন্য ভিনসিনা একটি উপযােগী প্রাকতিক ভিটামিন সিরাপ।

শিশুদের ক্ষেত্রে ঃ

ভিনসিনা বাড়ন্ত শিশুদের জন্য একটি সুস্বাদু প্রাকৃতিক ভিটামিন সিরাপ।

বৃদ্ধদের ক্ষেত্রে ঃ

বৃদ্ধদের জন্য ভিনসিনা প্রাকৃতিক ভিটামিন সরবরাহ করবে।

পার্শ্ব-প্রতিক্রিয়া ঃ 

ইউনানী সিরাপ ভিনসিনা এ তেমন কোন পার্শ্ব-প্রতিক্রিয়া জানা যায় নি। 

বিরূপ প্রতিক্রিয়া ঃ 

ইউনানী সিরাপ ভিনসিনা এ তেমন কোন বিরূপ প্রতিক্রিয়া জানা যায়নি, তবে এর যে কোন উপাদানের প্রতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা যেতে পারে। 

সংরক্ষণ ও আলাে থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন

সরবরাহ ও সিরাপ: ১০০ মিলি, ২২৫ মিলি ও ৪৫০ মিলি পেট বােতলে সরবরাহ করা হয়।

 প্রস্তুতকারক:

 দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন

 (ইউনানী বিভাগ), সফিপুর, গাজীপুর, বাংলাদেশ।


বিশেষ সতর্কতাঃ আমার পোষ্টে দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ঔষধ সেবন করবেন না। আমি এই পোষ্টে করেছি আপনাদেরকে এই ঔষধ সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য। আমার অথবা বর্ণনা প্রেসক্রিপশন এর বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না। এর পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন কারণ চিকিৎসক রোগীর সকল দিক বিবেচনা করে ঔষধ নির্বাচন ও নির্ধারণ করে থাকেন।


Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.